শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'সিনেমায় যখন আসি আমার বিয়ে হয়ে গিয়েছে শুধু নয়, দুটো মেয়েও হয়ে গিয়েছে। তারাও তখন কিশোরী। আমার ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম ছিল। আমার স্বামী 'কোল ইন্ডিয়া'র জেনারেল ম্যানেজার ছিলেন। আমার প্রথম ছবি বিয়ের পরেই। ছবিটা ছিল 'সুনয়নী'। যখন আমি 'সুনয়নী' করি তখন আমার স্বামী 'আরআইসি' নামে একটা গারমেন্টস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কাম চেয়ারম্যান ছিলেন। তো বুঝতেই পারছেন একদম আমলা পরিবেষ্টিত পরিবেশ। আবার আমার নন্দাইরা সব আইএএস অফিসার। এইসব জায়গা থেকে সিনেমায় নামাটা একেবারেই অন্যরকম। তার ওপর আবার যদি সে হয় বাড়ির বউ। সিনেমা আবার কী!