দ্য ওয়াল ব্যুরো: ‘গোলটা করলেন কীভাবে?’
ততক্ষণে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ক্যামেরার ফ্ল্যাশ চোখ ধাঁধিয়ে দিচ্ছে। উৎসুক সাংবাদিকরা প্রশ্নটা ছুড়েই জুতসই জবাব লুফে নেওয়ার অপেক্ষায় অধীর!
তাঁদের নিরাশ করেননি দিয়েগো মারাদোনা (Diego Maradona)। মুচকি হেসে জবাব দেন, ‘কিছুটা মারাদোনার হাতে লেগে…’ তারপর চোখ মেরে পাদপূরণ, ‘বাকিটা ঈশ্বরের!’