দ্য ওয়াল ব্যুরো: এক অভূতপূর্ব ঘটনায় চাঞ্চল্য ছড়াল ব্রাজিলে (Brazil)। বাসের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল এক ২০ বছর বয়সি তরুণীর (Woman Death)। চিকিৎসকরা যখন তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তখনই কার্যত অবাক হয়ে যান সকলে। মেয়েটির শরীরে আঠা দিয়ে আটকানো ছিল ২৬টি আইফোন (iPhone)!
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মৃত তরুণী একাই বাসে সফর (Bus Ride) করছিলেন। গত ২৯ জুলাই ফোজ দো ইগুয়াসু থেকে সাও পাওলো যাওয়ার পথে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। এরপর বাসটি গুয়ারাপুভাভা শহরে থামতেই জ্ঞান হারিয়ে ফেলেন তরুণী।