দ্য ওয়াল ব্যুরো: চরম মর্মান্তিক ঘটনা ঘটল ব্রাজিলে। একটি স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় নদীর মধ্যে দাঁড়িয়ে রিপোর্ট করছিলেন এক সাংবাদিক। সেখানেই হঠাৎ জলে ডুবে থাকা সেই কিশোরীর দেহের উপর সম্ভবত পা পড়ে যায় তাঁর। এই ভিডিও ছড়িয়ে পড়তেই হতবাক হয়ে গিয়েছেন অনেকেই।
ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব ব্রাজিলের বাকাবালের মেয়ারিম নদীতে। সেখানেই বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নিখোঁজ হয় ১৩ বছরের রাইসা নামে এক ছাত্রী। তাঁর খোঁজে নামানো হয়েছিল উদ্ধারকারী দল। সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে খবর করছিলেন সাংবাদিক লেনিল্ডো ফ্রাজাও।
#REL