দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্তিনার মানচিত্রে রোসারিও এক শিল্পনগরী, ব্যস্ত বন্দর, আর প্যারানা নদীর দোলায় ভর করে গড়ে ওঠা প্রাণচঞ্চল মহানগর। কিন্তু গোটা পৃথিবীর কাছে রোসারিও মানে একটাই নাম-লিওনেল মেসি (Lionel Messi)। এই শহর তাঁকে শুধু জন্মই দেয়নি, তৈরি করেছে তাঁর মনের ভিত, শৈশবের স্বপ্ন, আর সেই তীব্র জেদ। যা তাঁকে পৃথিবীর সেরা ফুটবলার হওয়ার পথে ঠেলে দিয়েছে।
শুরু লা বাজাদা মহল্লায়: রাস্তার ধুলোয় জন্ম প্রতিভার (La Bajada)