দ্য ওয়াল ব্যুরো: আজ বিশ্ব ফুটবলের রাজপুত্রের জন্মদিন (Birthday)। সকল ফুটবল বা বলা ভাল, আর্জেন্টিনা সমর্থকদের জন্য দিয়েগো মারাদোনা (Diego Maradona) দিবস। স্বাভাবিকভাবে দিয়েগোর দেশে আজ উৎসব-উচ্ছ্বাসের শেষ থাকবে না। আর এই খুশির দিনেই মারাদোনাকে অনন্য সম্মান জানাল আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাঙ্ক (Argentina Central Bank)।
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে সম্মান জানিয়ে স্মারক রুপোর মুদ্রা (Anniversary Coin) প্রকাশ করেছে তারা। ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায় এবং দেশের অবিচ্ছেদ্য আবেগ - এই দুই মিলিয়ে তৈরি হয়েছে বিশেষ স্মারকটি।