শুভম সেনগুপ্ত
একটা রোববারের সকাল। বুয়েনস আইরেসের বস্তির সরু গলিতে হাজির এক ভদ্রলোক। মারাদোনা (Diego Maradona Birthday) পরিবার তখনও চোখ কচলাচ্ছে ঠিকই, কিন্তু ভদ্রলোকের আগমন যেন অচেনা উত্তেজনা এনে দিল বস্তির ভিতর। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট দিয়েগো, যাকে সবার কাছে তখন শুধু “দিয়েগিতো” বলে ডাকা হয়, তাকেই দেখতে চেয়েছিলেন আগন্তুক।