দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের (World Cup 2026) টিকিট পাওয়ার দৌড় এখন শেষ পর্যায়ে। আগামী দু’সপ্তাহেই ঠিক হয়ে যাবে আরও বেশ কয়েকটি দলের ভাগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশ আয়োজক হিসেবে আগেই যোগ্যতা অর্জন করেছে। আপাতত বাকি ৪৫টি জায়গার লড়াই চলছে বিভিন্ন মহাদেশে।
এখনও পর্যন্ত ২৮টি দেশ নিশ্চিত করেছে তাদের জায়গা। এর মধ্যে জর্ডন (Jordan), উজবেকিস্তান (Uzbekistan) এবং কেপ ভার্দে (Cape Verde) প্রথমবারের মতো বিশ্বকাপে যোগ দিচ্ছে।