দ্য ওয়াল ব্যুরো: একদিকে রেইকিয়াভিকের বরফশীতল হাওয়ায় জমে গেল ফ্রান্স (France), অন্যদিকে বেলফাস্ট আর কার্ডিফে গর্জে উঠল জার্মানি (Germany) ও বেলজিয়াম (Belgium)!
সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে (2026 World Cup Qualifiers) নাটক জমল ইউরোপজুড়ে—একদিকে চোটজর্জর ফরাসি ব্রিগেডকে আটকে দিল আইসল্যান্ড (Iceland), অন্যদিকে জার্মানি আর বেলজিয়াম প্রায় পা রেখেই ফেলল আগামী বছরের ফাইনাল পর্বে।