দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের ঘটনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা-জার্মানি (Argentina vs Germany)। লড়াইয়ের আগে প্রেস কনফারেন্স। সেখানে প্রতিপক্ষ দলের টমাস মুলারের (Thomas Muller) পাশে বসতে রাজি হননি আর্জেন্তিনীয় ম্যানেজার দিয়েগো মারাদোনা (Diego Maradona)। মুলারকে তিনি ভুল করে বল বয় ভেবেছিলেন। তিনি বসবেন বল বয়ের পাশে! প্রস্তাব শোনা মাত্র নাকচ। সম্মানে লেগেছিল দিয়েগোর।