রূপক মিশ্র
শেষপর্যন্ত ৮৮ লক্ষ ৫৭ হাজার টাকায় বিক্রি হল রবীন্দ্রনাথের হাতে গড়া একমাত্র ভাস্কর্য ‘পাষাণহৃদয়’। গতকাল মুম্বইয়ের অষ্টগুরু নিলামঘরে নিলামে ওঠার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আজ দর হাঁকাহাঁকির পর প্রায় ৮৯ লক্ষ টাকায় তা বিক্রি হল। অষ্টগুরু নিলামঘরের ওয়েবসাইটে আপাতত এই অর্থমূল্যের কথা বলা হয়েছে। কে বা কারা কিনেছেন, সেই তথ্য এখনও জানা যায়নি।