শুভদীপ বন্দ্যোপাধ্যায়
মহুয়া ছিলেন ইস্টবেঙ্গল ভক্ত। মহুয়ার দাদা পিনাকী রায়চৌধুরী ফুটবল খেলতে গেলে মহুয়াও যেতেন মাঠে। কখনও খেলোয়াড় কম পড়লে নিজেই মহুয়া মাঠে নেমে গোল আগলেও দাঁড়িয়েছেন রীতিমতো। অন্য দলের এগিয়ে আসা প্লেয়ারদের রীতিমত শির-ফোলানো গলায় শাসাতেন। —‘‘খবরদার! যদি আমাকে গোল দিয়েছিস। দেখে নেব, পরে।’’ ইস্টবেঙ্গল হেরে গেলে সেই মেয়ে মাথা কুটে কাঁদতেন। তখন অবশ্য মহুয়ার নাম শিপ্রা। 'শ্রীমান পৃথ্বীরাজ' ছবি করতে এসে তরুণ মজুমদার নাম দিলেন মহুয়া রায়চৌধুরী (Mahua Roychowdhury)। মহুয়া আর তাঁর একমাত্র ছেলের জন্ম একই তারিখে। ২৪ সেপ্টেম্বর।