শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'জোছনা ভেজা রাতে,
একলা লাগে বড়
বলব আর কাকে
আমায় গ্রহণ করো ... '
সুচিত্রা-সন্ধ্যা জুটির পর বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে উত্থান হয়েছিল আর এক নায়িকা-গায়িকা জুটির। স্বর্ণযুগের মেলোডি বেসড গানের ধারা অব্যাহত রেখেছিল এই জুটি। যাঁদের কন্ঠে-লিপে বেশিরভাগ গানই আজও চিররঙিন। তাঁরা হলেন মহুয়া রায়চৌধুরী আর অরুন্বতী হোমচৌধুরী। আজ অরুন্ধতীর হোম চৌধুরীর জন্মদিনে ফিরে দেখা যাক সেই ফেলে আসা সোনালী দিন।