শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা থেকে সন্ধের ফ্লাইটে হেমন্ত মুখোপাধ্যায়ের (Hemanta Mukherjee) মুম্বই পৌঁছনোর কথা ছিল। ঠিক করেছিলেন অন্যবারের মতো ১৯৮৯র পুজোটাও বম্বেতেই কাটাবেন। হল না। বম্বের বন্ধুরা, গুণমুগ্ধরা আর কোনওদিনও হেমন্তকে দেখতে পাবেন না।
মঙ্গলবার রাত সওয়া এগারোটা নাগাদ বেলভিউ নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন (Passed Away) সুরলোকে হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর। বম্বে-বাংলায় অঝোর শ্রাবণ নামল শরতেই।