দ্য ওয়াল ব্যুরো: রেডিওর মহালয়ার অনুষ্ঠান শেষ হলেই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে শুরু হয়ে যায় মহিষাসুরমর্দিনীর প্রভাতী অনুষ্ঠান। এবার স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে 'রণং দেহি'র প্রথম ঝলক। এই বছর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিককে (Koyel Mallick)। কিন্তু তাঁর বিপরীতে অসুর হচ্ছে কে আবার?
কোয়েল আগেও অনেক বার দুর্গা হয়েছেন। তবে তিনি আজকাল ছবি কম করেন। আর সেই প্রিয় নায়িকা যদি ঘরেই চলে আসেন অন্দরমহলে তাহলে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ থাকে না।