শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'বাজল তোমার আলোর বেণু' (Bajlo Tomar Alor Benu) যে গান দিয়েই হয় দেবীপক্ষের সূচনা। এই গান যেন বাংলা সংস্কৃতিতে এক নবজাগরণ। যাঁর কণ্ঠে এই গান আইকনিক তিনি কিংবদন্তি শিল্পী সুপ্রীতি ঘোষ ( Supriti Ghosh) । এই একটি গান দিয়েই তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন। কিন্তু নানা ধারার গানে সুপ্রীতি ঘোষ ছিলেন একটি প্রতিষ্ঠান। অথচ তাঁর অন্যদিকগুলো আলো পায়নি। দ্য ওয়াল 'মহালয়া আড্ডা'য় এলেন সুপ্রীতি ঘোষ কন্যা চৈতী চট্টোপাধ্যায়। কেমন ভাবে তৈরি হয়েছিল আকাশবাণীর 'মহিষাসুরমর্দিনী' থেকে সুপ্রীতি ঘোষের অন্যদিকগুলো সেভাবে আলো পেল না, সেই নিয়েও অকপটে কথা