শুভদীপ বন্দ্যোপাধ্যায়
অপর্ণা সেন (Aparna Sen) তাঁর ছবিতে একাকীত্বর গল্প বলেছেন বারবার। '৩৬ চৌরঙ্গী লেন' থেকে 'পারমিতার একদিন' প্রায় সব ছবিতেই একাকীত্বকে নানা ভাবে দেখিয়েছেন পরিচালক (Director) অপর্ণা। তাঁর সবথেকে স্বতন্ত্র ছবি 'সতী'। অষ্টাদশ শতাব্দীতে কৌলিন্য প্রথার কুফল থেকে সতীদাহ প্রথার অভিশাপ, সেই সময়ের ভয়ংকর সমাজ ব্যবস্থা ও নারীদের অস্তিত্ব সংকটের জান্তব কান্না উঠে এসেছিল 'সতী' (Sati) ছবিতে।
কী ভাবে পরিচালক অপর্ণা সেনের ভাবনা আসে 'সতী' বাংলা ছবির চিত্রনাট্য লেখার? আজ শাবানা আজমির (Shabana Azmi) জন্মদিনে (Birthday) 'সতী' ছবি তৈরি হবার গল্প।