শুভদীপ বন্দ্যোপাধ্যায়
আটের দশকের সুন্দরী দেবিকা। অঞ্জন চৌধুরীর 'ছোট বউ' বলেই তিনি সর্বাধিক জনপ্রিয় কিন্তু মৃণাল সেন থেকে তপন সিনহা সবার আইকনিক ছবিতেই কাজ করেছেন দেবিকা। 'আকালের সন্ধানে, 'বাঞ্ছারামের বাগান', 'আদালত ও একটি মেয়ের মতো ছবিও করেছেন তিনি। ওম পুরীর নায়িকা হয়ে করেছেন হিন্দি ছবি।
কিন্তু 'ছোট বউ'-এর বাইরে তাঁকে নিয়ে চর্চা হয়নি। আজও তিনি বাংলার 'ছোট বউ'। আজ জন্মদিনে কী করছেন দেবিকা মুখোপাধ্যায়? কেমন ভাবে কাটাচ্ছেন জন্মদিন? খোঁজ নিল 'দ্য ওয়াল'।