শুভদীপ বন্দ্যোপাধ্যায়
অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) চিরকাল সবাইকে নিয়েই বাঁচতে ভালবাসেন। হাওড়ার একান্নবর্তী সংসারের বাপের বাড়ি থেকে অপরাজিতার শ্বশুরবাড়িও হয় বেহালার একান্নবর্তী পরিবারে। শুধু নিজের টুকু নয়, 'তুতো' সম্পর্কের সবাইকেই আপন ভাবেন অপরাজিতা। তাই রাখি থেকে ভাইফোঁটা সবেতেই বাপের বাড়িতে নিজের দাদা থেকে জাড়তুতো, খুড়তুতো দাদাদের সঙ্গে মেতে ওঠেন সবার আদরের অপা।