শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষের মতো লেজেন্ড অভিনেতাদের কাছে তাঁর অভিনয়ের হাতেখড়ি। এরপর ছোট পর্দা থেকে বড় পর্দায় তিনি আসা মানেই হাসির ফোয়ারা। আবার দাপুটে খলনায়ক রূপেও তিনি থাকেন প্রথম সারিতে। তবে সম্পূর্ণ অভিনেতা রূপে তিনি টালিগঞ্জ পাড়ার সম্পদ। সেই মানুষটির আজ জন্মদিন। তিনি জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। 'দ্য ওয়াল' খোঁজ নিল আজ জন্মদিনে কী করছেন খরাজ?