দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার অর্থাৎ ২৫ নভেম্বর বিয়ে খরাজ মুখোপাধ্যায়ের একমাত্র ছেলে বিহু ওরফে তমোঘ্ন মুখোপাধ্যায়ের। আইনি বিয়ে সেরেছিলেন বছর তিনেক আগেই, তবে এবার সামাজিক বিয়ে হতে চলেছে তাঁর। কেমন চলছে প্রস্তুতি? কী করেন বৌমা রোজা ওরফে অঙ্কনা দাশ? দ্য ওয়ালে মুখ খুললেন খরাজ মুখোপাধ্যায়।
তাঁর কথায়, "ছেলের বিয়ের জন্য যা যা করা দরকার সবটাই হচ্ছে। রোজা খড়দহের মেয়ে। আলাপ হয়েছে রবীন্দ্রভারতী থেকে। ছেলে ড্রামা নিয়ে পড়ত। মেয়ে গান নিয়ে। একটা গানের দল ছিল। ওখানে একজন ভাল ড্রামার দরকার ছিল। আমার ছেলে তো বাজায়। ছেলে যুক্ত হল, ব্যান্ডটার নাম হল 'মোক্ষা, কলকাতা'।"