শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সুচিত্রা সেন আর সুপ্রিয়া দেবীর সম্পর্কের সেতু ছিলেন উত্তমকুমার। সুচিত্রা-সুপ্রিয়া, দুই নায়িকা কখনও একসঙ্গে কোনও ছবিতে স্ক্রিনশেয়ার করেননি। একসঙ্গে ফটো সেশনেও দাঁড়াননি দুই কিংবদন্তি। যা সবার কাছেই এক বিরল আশ্চর্যের ব্যাপার। দু'জনের মধ্যে ছিল সৌজন্যমূলক সম্পর্ক। দু'জন দু'জনের প্রিয় বান্ধবীও কোনওদিনই ছিলেন না। উত্তমের জীবিতকালে সুচিত্রার প্রতি জন্মদিনে ফুল পাঠাতে ভুলতেন না উত্তম-সুপ্রিয়া। সেই ধারা তাঁদের মেয়েরাও বজায় রেখেছেন। তবে শুধু ফুল পাঠানো নয়, সুচিত্রা কন্যা মুনমুন সেন আর সুপ্রিয়া কন্যা সোমা চৌধুরী চ্যাটার্জীর