দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দুই প্রান্তেই রোদ-বৃষ্টির খেলা চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে একই জায়গায় অবস্থান করছে। সরাসরি বাংলায় প্রভাব না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।