দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার (Odisha) পুরীতে (Puri) ঘটল অবিশ্বাস্য এক ঘটনা (Socking incident)। ৮৬ বছরের এক বৃদ্ধা, যাঁকে মৃত ভেবে শেষকৃত্যের জন্য শ্মশানে আনা হয়েছিল, হঠাৎ বোঝা গেল, তিনি ‘মরেন নাই’ (woman alive before cremation)। বিলকুল জীবিত! সোমবার ওই ঘটনায় পরিবার, শ্মশানের পুরোহিত থেকে শুরু করে উপস্থিত সকলে হতবাক হয়ে যান।