দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওড়িশার ধেনকানাল এক আশ্রমের প্রধান পুরোহিতকে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করেছে পুলিশ। কারও কাছে মুখ খুললে পরিণাম ভাল হবে না বলেও হুমকি দিয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, গত ৪ অগস্ট রাতে আশ্রমের ঘরে ওই মহিলা ঘুমিয়ে ছিলেন। সেইসময় সুযোগ নিয়ে তাঁর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন প্রধান পুরোহিত। ধর্ষণ ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর মহিলা থানায় এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, যখন তিনি এই ঘটনার প্রতিবাদ জানান, তখন পুরোহিত তাঁকে গালাগালি ও অপমান করেন।
#REL