দ্য ওয়াল ব্যুরো: চুক্তিভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মীদের একের পর এক যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে (Rape allegation inside hospital in Panskura)।
ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। পুলিশ কোলাঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে অভিযুক্ত জাহির আব্বাস খানকে, যিনি একটি ঠিকাদারি সংস্থার ফেসিলিটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন (Manager of contracting company arrested)।
#REL