দ্য ওয়াল ব্যুরো: এক আইটি কর্মীকে (IT Employee) অপহরণ ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী লক্ষ্মী আর মেননকে (Lakshmi Menon) ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না, এমন নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট (Kerala High Court)। বিচারপতি বেচু কুরিয়ান থমাস এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছেন।
ঘটনার সূত্রপাত হয় ২৪ অগস্ট। এক আইটি কর্মী অভিযোগ করেন যে, একটি বারে বচসার পর অভিনেত্রীসহ কয়েকজন তাকে অপহরণ ও মারধর করেছেন।
#REL