দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালির জঙ্গল থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ। শনিবার গভীর রাতে বিদিরা অঞ্চলে বছর চল্লিশের মহিলাকে দেখতে পান স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁকে।
শনিবার রাতে নোদাখালি থানার রানিয়ার বিদিরা এলাকার বাসিন্দারা প্রথম ওই মহিলাকে বাড়ির লাগোয়া জঙ্গলে পড়ে থাকতে দেখেন। অর্ধনগ্ন এবং রক্তাক্ত অবস্থায় দেখে তাঁরা খবর দেন পুলিশকে। নোদাখালি থানার আধিকারিকরা দ্রুত পৌঁছে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
#REL