দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের সাইবারাবাদের এক গেটেড কমিউনিটিতে নৃশংস খুন। ৫০ বছরের রেণু আগরওয়ালকে হাত-পা বেঁধে প্রথমে প্রেসার কুকার দিয়ে মারধর করা হয়। পরে ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রেণু থাকতেন সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায়, স্বামী ও ছেলেকে নিয়ে। বুধবার সকাল ১০টা নাগাদ স্বামী ও ২৬ বছরের ছেলে কাজে বেরোন। ফেরার সময় বারবার ফোন করেও রেণুর উত্তর না পেয়ে বিকেল ৫টার দিকে স্বামী ফেরেন। ঘর ভিতর থেকে তালাবন্ধ ছিল। প্লাম্বারের সাহায্যে বারান্দা দিয়ে ঢুকে দেখেন, রেণুর দেহ পড়ে রয়েছে। পুলিশে খবর দেন তিনি।
#REL