দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করলেন এক যুবক। প্রমাণ লোপাটের লক্ষ্যে কিছুটা ফেলে দিলেন নদীতে। মাথা, হাত আর পা মুসি নদীতে। ঘরের ভেতরে লুকোনো অবস্থায় পাওয়া গিয়েছে তরুণীর শরীরের বাকি অংশ।
ঘটনাটি হায়দরাবাদের উপকণ্ঠ মেডিপল্লির বালাজি হিলস এলাকার। মৃতের নাম স্বাতী, বয়স ২১। পুলিশ জানিয়েছে, তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। স্বাতীর স্বামী মহেন্দ্র পেশায় অ্যাপভিত্তিক গাড়ি সংস্থার চালক। তাঁদের দু’জনের আলাপ থেকে প্রেম, পরে বিয়ে হয়। তারপরই তাঁরা বালাজি হিলসে থাকতে শুরু করেন।
#REL