দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজু জনতা দলের (বিজেডি) প্রধান নবীন পট্টনায়েক। রবিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের তরফে জানানো হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে।
৭৮ বছর বয়সি নবীন পট্টনায়েক বহু বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর ধরেই তিনি সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁর শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
#REL