দ্য ওয়াল ব্যুরো: ওড়িষায় (Odisha) রাস্তা আটকে ১৫ বছরের ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে (Studnet set fire) দেওয়ার ঘটনায় তুমুল হইচই শুরু হয়েছে। এই সাংঘাতিক ঘটনার সঙ্গে 'বেটি বাঁচাও' স্লোগানকে কটাক্ষ করে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের শশী পাঁজা (Shashi Panja )। কী বলেছেন তার আগে প্রেক্ষাপট জানা প্রয়োজন।
ঘটনা হল, বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল বছর পনেরোর এক ছাত্রী। হঠাৎ তার রাস্তা আটকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তিন অজ্ঞাতপরিচয় যুবক। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ভর্তি করানো হয় হাসপাতালে। ঘটনাস্থল ওড়িশার নীমপড়ার বেয়াবার।