দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর প্রেম। সেই প্রেমিকের ডাকে সাড়া দিয়েই বিপদ ডেকে আনল অষ্টম শ্রেণির নাবালিকা। কোচবিহার জেলার কামাখ্যাগুড়ি থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রেমিক ও তার এক বন্ধুর বিরুদ্ধে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দু’জনই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক বিবাহিত যুবকের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার। এরপর ফোন নম্বর আদানপ্রদান, কথাবার্তা চলতে চলতেই সম্পর্ক গভীর হয়। শনিবার ওই যুবকের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। এরপর আর ফেরেনি।
#REL