দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশ। ধর্ম-বর্ণ-পেশা-জাত নির্বিশেষে দেশবাসী আওয়াজ তুলেছিল ধর্ষণের বিরুদ্ধে। এই অপরাধ কতোটা ঘৃণ্য, বর্বর, তা শিল্পীদের রং-তুলি বা নাটক-কবিতায় ফুটে উঠেছিল। শহর কলকাতা থেকে কানাডা, টরেন্টো থেকে কন্যাকুমারী, বিচার চেয়ে পথে নেমেছিল আট থেকে আশি। প্রায় তিন মাস মাটি কামড়ে পড়ে থাকার পর বিচার প্রক্রিয়ায় গতি আসে। বিচারের শেষ পর্যায় দেখা এখন সময়ের অপেক্ষা। কিন্তু এই থেকে কি দেশ আদৌ কোনও শিক্ষা নিল?