দ্য ওয়াল ব্যুরো: মারপিট, গুলি, বোমা, বারুদ, গা ঢাকা দিয়ে থাকা জীবন পেরিয়ে মূল স্রোতে ফিরেছিলেন অনেকদিন আগে। প্রতীক্ষা করেছিলেন, সেসব কাজ আর করবেন না। মন দিয়ে সত্যিই মানুষের জন্য খাটবেন। সেই লক্ষ্যে আজ অনেকটাই সফল এককালের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা ধনঞ্জয় গোপ।
ওড়িশার মলকনগিরির ধনঞ্জয় (ছদ্মনাম সুধীর) আজ রাজ্যের মানুষের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত। একসময় তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, সেই ধনঞ্জয় এখন মলকানগিরি ব্লাড ব্যাঙ্কে নিরাপত্তারক্ষীর দায়িত্ব সামলাচ্ছেন, যে সমাজের বিরুদ্ধে একদা অস্ত্র তুলে নিয়েছিলেন, আজ সেই সমাজেরই সুরক্ষা তাঁর হাতে।
#REL