দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো (Sidoarjo) শহরে ভয়াবহ স্কুল ভবন ধসের (Indonesia school collapse) ঘটনায় অন্তত এক ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় শতাধিক। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে ৬৫ জন ছাত্র চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী (rescue operation) সূত্রে খবর, ঘটনার ভয়াবহতা বলছে বাড়তে পারে মৃতদেহের সংখ্যা।
সোমবার বিকেলে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল (Al Khoziny Islamic Boarding School)-এর নামাজঘরের ভবন হঠাৎ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। তখন সপ্তম থেকে একাদশ শ্রেণির মধ্যে পড়ুয়া ছাত্ররা বিকেলের নামাজ পড়ছিল।
#REL