দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় তদন্তে ‘গাফিলতি’র অভিযোগ ফের তীব্র হল আদালতকক্ষে। শুক্রবার সপ্তম ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে শিয়ালদহ আদালতে হাজির হয়েছিল সিবিআই।
আর সেখানেই তদন্তকারী সংস্থার দিকে ফের তীব্র আক্রমণ শানালেন নির্যাতিতার মা। আদালতকক্ষের মাঝেই তাঁর চিৎকার, “ওরা নির্লজ্জ!” এই মন্তব্যের কিছুক্ষণ পরেই আদালতকক্ষের বাইরে বেরিয়ে কেঁদে ফেলেন সিবিআইয়ের মহিলা তদন্তকারী অফিসার। তাঁর ব্যথাভরা উত্তর, “আমিও মা…”
এদিন এমনই আবেগঘন, উত্তেজনাপূর্ণ দৃশ্যের সাক্ষী থাকল আদালত চত্বর।
#REL