দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর পূর্ণ হচ্ছে। সেই ঘটনার প্রতিবাদে আজ ৯ অগস্ট, শনিবার, কলকাতার বিভিন্ন এলাকায় মিছিল, বিক্ষোভ ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নবান্ন অভিযানের আহ্বান জানিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা, যা সমর্থন করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য নেতৃত্ব।