দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) পরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই সাংবাদিক সম্মেলনে বড় দাবি করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
সোমবার লালবাজারে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এবং কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার স্পষ্ট ভাষায় জানালেন, "এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণে এমন কোনও প্রমাণ মেলেনি(No evidence, যেখানে দেখা যাচ্ছে পুলিশ অভয়ার মাকে (Abhaya's mother) ফেলে মারধর করছে।"
#REL