দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল (Nabanna Abhijan)। সেই ঘটনায় এবার গ্রেফতার আরও এক বিজেপি নেতা (BJP Leader arrested)। নৈহাটির বিজেপির ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি মানস চন্দ্র সাহাকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে এখনও পর্যন্ত ২ জনকে ধরেছে পুলিশ।
ভাটপাড়ার বিজেপি নেতা এবং অর্জুন সিং (Arjun Singh) 'ঘনিষ্ঠ' চন্দন গুপ্তকে আগেই গ্রেফতার করেছে নিউমার্কেট থানার পুলিশ। দুই বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, পুলিশ ভুল ধারা বসিয়ে মিথ্যে অভিযোগে তাঁদের ধরেছে।