দ্য ওয়াল ব্যুরো: নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সন্দেশখালিতে সিবিআই। সূত্রের খবর, শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁদের অভিযোগ, শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
২০২৪ সালের জানুয়ারি মাসে গোপন তথ্যের ভিত্তিতে সন্দেশখালিতে অভিযান চালায় ইডি ও সিআরপিএফ। গ্রামে ঢুকতেই হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। রক্তাক্ত হন তাঁরা। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষকে তো পাওয়া যায়নি উল্টে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠর অনুরাগীমা আধিকারিকদের ওপর ঝাঁপিয়ে পড়েন। আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও।
#REL