দ্য ওয়াল ব্যুরো: হুল দিবস — সাঁওতাল বিদ্রোহের সেই রক্তাক্ত অধ্যায়, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসীদের প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন — যার নায়ক সিধো ও কানহু মুর্মু ।
রাজনগরের সেই পুরনো রাজবাড়ির কাছেই আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে শতাব্দীপ্রাচীন গাব গাছটি। শোনা যায়, এই গাছেই ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল আদিবাসী বিদ্রোহের আরেক নেতা মঙ্গলা মাঝিকে — কারণ, তিনি তীর মেরে হত্যা করেছিলেন এক ব্রিটিশ অফিসারকে। তার পরেই ব্রিটিশ বাহিনী উন্মত্ত হয়ে চালায় গণহত্যা। ইতিহাস বলে, কুশকর্ণিকা নদীর জলও লাল হয়ে উঠেছিল সেই দিন আদিবাসী রক্তে।