দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পর্দা উঠল রহস্যের। এতদিন ধরে যে ছবি ঘিরে ছিল উত্তেজনা, কৌতূহল আর অজস্র জল্পনা, সেই ‘ধুরন্ধর’ এখন আনল তার প্রথম গান—আর তাতেই যেন শুরু হল এক সঙ্গীত-ঝড়। টাইটেল ট্র্যাকটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উন্মাদনা, যেন এক রোমাঞ্চকর বিদ্যুৎ স্পর্শ—যা শিরা-উপশিরায় ছড়িয়ে দেয় অ্যাড্রেনালিনের ঢেউ।
এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’-এর এই গানটি যেন ছবির শক্তি আর স্পিরিটেরই প্রতিফলন। সারেগামা মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানের লিরিক্যাল ভিডিও, যা ইতিমধ্যেই ভাইরাল। আর গানটি শোনা যাচ্ছে সব জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মে।