দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে অভিনেতা সলমন খানের সঙ্গে কাজ করে আসা পরিচালক সুরজ বরজাতিয়া জানিয়েছেন যে, সলমানের জন্য নতুন এবং প্রাসঙ্গিক গল্প তৈরি করা এখন বেশ কঠিন। সম্প্রতি তিনি সলমনকে নিয়ে একটি অ্যাকশন ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু সঠিক চরিত্র তৈরি করতে না পারায় সেই পরিকল্পনা বাতিল করেন।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বরজাতিয়া বলেন, "কিছু গল্প আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন না। তার ক্লাইম্যাক্স বা চরিত্র তৈরি করা সম্ভব হয় না। যতক্ষণ পর্যন্ত সবকিছু একসঙ্গে না আসে, ততক্ষণ পর্যন্ত ছবি তৈরি করার কোনও মানে হয় না।"
#REL