দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে কাজের সূত্রে চন্দনপুরে এসে পড়েছে এক তরুণী, প্রীতি। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, শহরের চাকচিক্য ছেড়ে এই ছোট্ট শহরে প্রথমে খানিক অস্বস্তি হলেও মায়ের পরামর্শেই প্রীতি পৌঁছে যায় তার শৈশবস্মৃতিতে ভরা দাদু-দিদার পুরনো বাড়িতে। ভেবেছিল, নির্ভরতার এক ছায়া পাবে সেখানে। কিন্তু ঘরে পা রেখেই শুরু হল এক অদ্ভুত খেলা—সময়ের, স্মৃতির আর অদৃশ্য শক্তির।