শুভঙ্কর চক্রবর্তী
কলকাতা থেকে কাজের সূত্রে চন্দনপুরে এসে পড়েছে এক তরুণী, প্রীতি। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। শহরের চাকচিক্য ছেড়ে ছোট্ট শহরে প্রথমে খানিক অস্বস্তি হলেও, মায়ের পরামর্শেই পা বাড়ায় শৈশবস্মৃতিতে ভরা দাদু-দিদার পুরনো বাড়িতে। ভেবেছিল, নির্ভরতার এক শান্ত ছায়া পাবে সেখানে। কিন্তু ঘরে প্রবেশের পরই শুরু হল অদ্ভুত এক খেলা—সময়ের, স্মৃতির আর অদৃশ্য শক্তির। কখনও দেখা যায় দিদা-দাদু ব্যস্ত মাছ-মাংস সাজাতে, আবার খাবার টেবিলে কেবল ভাত-ডাল। বিভ্রান্ত প্রীতি যেন অদৃশ্য এক গোলকধাঁধায় আটকে পড়ে।