দ্য ওয়াল ব্যুরো: প্রেম যখন জটিল হয়, তখন তার ভেতর লুকিয়ে থাকে প্রতিশোধের আগুন, অদ্ভুত টানাপড়েন আর অনেক অজানা রহস্য। সম্পর্কের এই টানাপড়েন নিয়েই পরিচালক সায়নদীপ চৌধুরী নিয়ে আসছেন তাঁর নতুন ছবি— “তোমাকে বুঝি না প্রিয়”।
একগুচ্ছ তারকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে ছবিতে। অভিনয়ে কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার এবং সুজন মুখোপাধ্যায়। নামেই যেমন প্রেম, ছবির ভেতরে লুকিয়ে আছে একাধিক স্তর— ত্রিকোণ সম্পর্ক, প্রতিশোধ, খুন আর কোর্টরুম ড্রামার টানটান উত্তেজনা।
#REL