দ্য ওয়াল ব্যুরো: আমি কত রঙ্গ দেখি দুনিয়ায়! এই গান যদি টলিউডের অ্যান্থেম হয় তবে কিছু ভুল নয়। কখনও বিচ্ছেদ, কখনও বিয়ে-- হাতে হাত থেকে মুখ দেখাদেখি বন্ধ! কত কী যে হয়, এখানে আড়ালে আবডালে বা প্রকাশ্যে তা বোঝা দায়! এই যেমন সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী। কোনও এক সকালে স্ত্রী জানিয়ে দিলেন একসঙ্গে থাকা আর নয়! সুদীপ জানালেন, ' প্র্যাঙ্ক'। দু'দিন বাদে সুদীপ আবার বললেন, 'প্র্যাঙ্ক নয়, সব সত্যি'। এরপর নাম না করেই পৃথার পোস্টের মাঝেই ফের তাঁরা একসঙ্গে!