দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ বৈবাহিক জীবন কি 'ডিপ ফ্রিজ'-এর মতো? নাকি আজও চলছে সমানতালে? তিনি কি পলিটিক্যালি কারেক্ট? বাবা ফাল্গুনি চট্টোপাধ্যায়ের রাজনৈতিক মতাদর্শ কি তাঁর কাজে বাধা হয়েছে? আবির যখন মুখ খোলেন, তা ভনিতাবিহীন, সোজাসাপটা। রইল এক্সক্লুসিভ আড্ডা।