জি বাংলার ‘কুসুম’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অঞ্জনা বসুকে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় পরিবারের কর্ত্রী তিনি। একদিকে যেমন বাড়ির ব্যবসা সামলান, তেমনই পরিবারও চলে তাঁর ইশারাতেই।
দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল। এ দিন 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূত হয় তাঁর। একই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে। অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের বেসরকারি এক হাসপাতালে।
এই মুহূর্তে সেখানেই আছেন তিনি। চলছে চিকিৎসা। দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় 'এরাও মানুষ' ছবির পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ির সঙ্গে। তিনিও এই খবরে শিলমোহর দিয়েছেন।
দ্য ওয়াল ব্যুরো: ঋজু বিশ্বাসকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা আর সাধারণ ট্রোল বা দু’দিনের সোশ্যাল মিডিয়া কথাবার্তা নয়। গত কয়েক দিন ধরে যেন থামছেই না। একের পর এক ‘স্ক্রিনশট’ ঘুরছে সমাজমাধ্যমে, নানা অভিযোগ, নানা বিস্ফোরক চ্যাট আসছে সামনে। অভিনেতাও চুপ নেই। স্বপক্ষে যুক্তিও দিয়েছেন। কিন্তু আলোচনা থামায় নয়!
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া এখন বিভক্ত দুই ভাগে। যাদের কাছে ঋজু বিশ্বাসের মেসেজ পৌঁছেছে, অপরভাগ যাঁরা এখনও তাঁর মেসেজ পাননি। ঋজু নিজেই জানিয়েছেন, বহু মেয়েকে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 'ইউ লুক গুড ইন শাড়ি'। আর এখানেই তাঁর প্রশ্ন, 'এতে অশ্লীলতা কোথায়'?
ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে। সোশ্যাল মিডিয়ায় এক মডেল বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে ঋজুর নামে অভিযোগ আনেন। সেই পোস্টের কমেন্টবক্সেও অনেকেই ঋজুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দাবি করেন, অকারণে মেসেজ করে উত্যক্ত করছেন ঋজু। নম্বর চাওয়া থেকে শুরু করে ভিডিও কল-- অভিযোগের পাহাড় জমতে থাকে অভিনেতার বিরুদ্ধে।
দ্য ওয়াল ব্যুরো: দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রয়েছে অভিনয় প্রশিক্ষণকেন্দ্র। বয়সও বেশি নয়। কাজ করেছেন বলিউডে। পয়সার অভাব নেই, তবু সুযোগ পেলেই হয় পকেটমারি নয় চুরি! নাম রূপা দত্ত। হঠাৎ করে এই বাঙালি অভিনেত্রী ফের চর্চায়। পোস্তায় চুরির ঘটনায় আবারও তিনি শিরোনামে। তবে রূপার কীর্তির তালিকা বেশ লম্বা। যোগমায়া দেবী কলেজ থেকে পড়া এই রূপা কীভাবে জড়ালেন কেপমারিতে?
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে প্রকাশ্যে আসেনি টিআরপি তালিকা। ভাইফোঁটা উপলক্ষে পিছিয়ে গিয়েছিল বেশ কয়েকদিন। তবে সপ্তাহের শুরুতেই প্রকাশ্যে এসেছিল গত সপ্তাহের টিআরপি। প্রথম স্থান দখলে ছিল 'পরিণীতা'র। এ দিন অর্থাৎ বৃহস্পতিবারও প্রকাশ্যে এল টিআরপি। কে কোন স্থানে রইল, দেখে নেওয়া যাক এক ঝলকে।
এই সপ্তাহেও প্রথম স্থানে 'পরিণীতা'। এ ছাড়াও রয়েছে আরও এক ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। দ্বিতীয় স্থানেও রয়েছে একজোড়া ধারাবাহিক। রয়েছে 'পরশুরাম', এ ছাড়াও রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। যত দিন যাচ্ছে জিতু ও দিতিপ্রিয়ার এই ধারাবাহিক যেন চমকে দিচ্ছে সকলকে।
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে কনসার্ট করবেন অরিজিৎ সিং-- সম্প্রতি রটেছে এমনই এক খবর। ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি সংস্থা সামাজিক মাধ্যমে জানিয়েছেন এই কনসার্টের খবর।
শোনা যাচ্ছে, অরিজিৎ সিংয়ের লাইভ অনুষ্ঠানটি নাকি হবে ঢাকাতে। জানেন কি, ঘণ্টা দুয়েক শো'র জন্য কত কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিৎ? না, এই সংক্রান্ত অফিসিয়াল তথ্য কোনওদিনই পাওয়া যাবে না, তবে গায়কের সহকর্মী রাহুল বৈদ্য সম্প্রতি এক পডকাস্টে হাটে হাঁড়ি ভেঙেছেন।
দ্য ওয়াল ব্যুরো: এবারে বোন পল্লবী চট্টোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নেওয়া হয়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি ছিলেন কলকাতায়, বোন ছিলেন মুম্বইয়ে। ভাইফোঁটা প্রসঙ্গে জানতে চেয়ে পল্লবীর কিছু মন্তব্যে আচমকাই এও রটে যায় ভাইবোনের অটুট সম্পর্কেও নাকি খানিক ছেদ পড়েছে। যদিও এ দিন অর্থাৎ ৩০ অক্টোবর পল্লবীর জন্মদিনেই স্পষ্ট হল সবটা। এও স্পষ্ট হল, যা রটে, অনেক ক্ষেত্রে তা যে ঘটবেই এমনটা নাও হতে পারে।
দ্য ওয়াল ব্যুরো: এই পুজোয় অদ্ভুত এক প্রতিযোগিতা চাক্ষুষ করেছে টলিউড। হাড্ডাহাড্ডি লড়াই পৌঁছে গিয়েছিল কদর্য কাদা ছোড়াছুড়িতে। আসন্ন বড়দিনে সেই ঝামেলা এড়াতেই গত এক সপ্তাহে হয়েছে বেশ কয়েকটি মিটিং। এ দিন অর্থাৎ বুধবার ধর্মতলায় ইম্পা-র অফিসের সামনেও অনুষ্ঠিত হয়েছে এক সাংবাদিক সম্মেলন। যেখানে টলিউডের নামজাদা প্রযোজক ছাড়াও হাজির ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সহ অনেকেই। বড়দিন সহ আগামী বছরের উৎসবের দিনগুলোতে কী কী ছবি আসবে তা নিয়ে যেমন আলোচনা হয়েছে এই মিটিংয়ে একইসঙ্গে বেশ কিছু সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয় ইম্পা ও ফেডারেশনের তরফে।
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমায় বাণিজ্যিক নায়ক মানেই সাধারণত নাচ, মারপিট, সংলাপ আর হিরোগিরি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দর্শকও বদলেছে, তাই নায়ককেও বদলাতে হয়। সেই পরিবর্তনেরই প্রমাণ যেন টলিউড সুপারস্টার জিতের আসন্ন ছবি “কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত”।
সদ্য প্রকাশিত মোশন পোস্টারে দেখা গেছে এক বিস্ফোরক রূপান্তর— জিত যেন ইতিহাস থেকে উঠে আসা এক বিপ্লবী চরিত্র, যার চোখে আগুন, হাতে লাঠি আর এক অনমনীয় জেদ।