দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমায় বাণিজ্যিক নায়ক মানেই সাধারণত নাচ, মারপিট, সংলাপ আর হিরোগিরি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দর্শকও বদলেছে, তাই নায়ককেও বদলাতে হয়। সেই পরিবর্তনেরই প্রমাণ যেন টলিউড সুপারস্টার জিতের আসন্ন ছবি “কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত”।
সদ্য প্রকাশিত মোশন পোস্টারে দেখা গেছে এক বিস্ফোরক রূপান্তর— জিত যেন ইতিহাস থেকে উঠে আসা এক বিপ্লবী চরিত্র, যার চোখে আগুন, হাতে লাঠি আর এক অনমনীয় জেদ।